
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাঁদমারী বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
সোমবার (২১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মন্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ারম্যান আব্দুল আহাদ।
তিনি জানান, আগুন প্রায় পুরো বস্তিতে ছড়িয়ে পড়েছে। আমাদের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বস্তিতে প্রায় অর্ধশত ঘরবাড়ি রয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।