
ঢাকা : দেশের ১২ বছরের নাগরিকের তথ্য নেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সাম্প্রতিক ইসির এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, ১২ বছরের নাগরিকের তথ্য নিবে ইসি কিন্তু তাদের ভোটার আইডি কার্ড দিবে না। তারা ভোট দিতে পারবে না। ওই নাগরিকের বয়স যখন ১৮ হবে তখন তাকে জাতীয় পরিচয় পত্র দেওয়া হবে। এবং সে ভোটও দিতে পারবে।
ইসি কর্মকর্তারা জানান, অগ্রীম ১২ বছর থেকে তথ্য নিলে অটোমেটিক ওই নাগরিক ১৮ বছরে ভোটার হয়ে যাবে। এতে নাগরিক সুবিধা বাড়বে এবং ইসির চাপও কমবে।
সূত্র জানায়, কমিশন অনুমোদন দিলে আগামী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ১৮ বছরের সঙ্গে ১২ বছরের নাগরিকেরও তথ্য নেওয়া হবে।