
লাইফস্টাইল ডেস্ক : দাগহীন উজ্জ্বল ত্বক সবার কাম্য। বাস্তবে কি তেমন ত্বক পেতে পারবেন। বাজারে চলতি যেসব ফর্সা হওয়ার ক্রিম পাওয়া যায় তাতে আসলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি। তার চেয়ে ভালো হয় প্রাকৃতিক উপাদানে যদি দাগ দূর করে ফর্সা হওয়া যায়।
কিন্তু সেটা কি দিয়ে? দুধ ও জাফরান দিয়েই পেতে পারেন এমন সুন্দর ত্বক-
যা যা লাগবে
জাফরান এক চা চামচ ও দুধ দুই চা চামচ।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে উপাদান দুটি ভালো করে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি ও হালকা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করুন।
দুধ ও জাফরান প্যাকের উপকারিতা
১. বয়সের ছাপ দূর করে
দুধ ও জাফরান ত্বকের যেসব টিস্যু বয়সের ছাপ ফেলতে দায়ী, সেসব মেরামত করে ত্বকের ভেতর থেকে তারুণ্য জাগিয়ে তোলে।
২. ত্বককে ময়েশ্চারাইজ করে
এই প্যাক ত্বকের শুষ্ক ভাব দূর করে কোমল ও নরম করতে সাহায্য করে।
৩. রোদে পোড়া ভাব দূর করে
জাফরান ও দুধের এই মিশ্রণ রোদে পোড়া ভাব দূর করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।
৪. ত্বককে উজ্জ্বল করে
নিয়মিত ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল ও রং ফর্সা হবে।