
ঢাকা: ভারত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে রক্ষা করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ভারত আপনাদের রক্ষা করতে পারবে না। ভারত নিজেই খন্ড বিখন্ড। তাই তাদের দিকে না তাকিয়ে সরকারকে নিজের দিকে তাকানোর পরামর্শ দেন তিনি।
শুক্রবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের উ্যদোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
দ্রব্যমূল্যের দাম কমানো কঠিন কিছু নয় জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আগে দুর্নীতি কমান তাহলেই হবে। মেগা প্রজেক্ট না করে আগে জনগণকে বাচাঁন। অনেকেই বলছে, পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করতে, আমার প্রশ্ন তারা কি শেখ হাসিনাকে ডুবাতে চায়?’
জাফরুল্লাহ আরও বলেন, ‘নির্দলীয় নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে তা না হলে আপনাদের অবস্থাও শ্রীলঙ্কার মত হবে। প্রধানমন্ত্রী আপনি জনগণের কথা শুনুন, আমাদের নিয়ে বসেন।’
এমসয় সমাবেশে গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।