
রাজশাহী : কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।
রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এর পূর্বে রাজশাহী মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বলেন, রাজশাহী বিএনপির ঘাটি তা এই বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের উপস্থিতির মাধ্যমে আমরা প্রমাণ করব। তিনি বলেন, বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে যানবাহন ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছে এবং সমাবেশকে কেন্দ্র করে আড়াই হাজার নেতাকর্মী গ্রেফতার করছে বলে অভিযোগ করছেন তিনি।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মেয়ের মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, সমাবেশকে কেন্দ্র করে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে যানবাহন বন্ধ করে দেয়ার পাশাপাশি অমানবিক ভাবে খাবার হোটেলগুলোও বন্ধ হয়ে দেয়া হয়েছে।