
স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরোপা ফুটবল লিগে সহজ জয় পেয়েছে আর্সেনাল।
বৃহস্পতিবার রাতে কমেরজব্যাংক স্টেডিয়ামে গ্রুপ ‘এফ’তে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল।
ম্যাচের ৩৮ মিনিটে বুকায়ো সাকা’র পাস থেকে গোল করে গানারদের লিড এনে দেন জো উইলক।
দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে নিকোলাস পেপের বাড়ান বল বাম পায়ের শটে জালে পাঠান সাকা।
এর দুই মিনিট পর সাকা’র বাড়ানো বল পেনাল্টি বক্সের মাঝামাঝি জায়গায় পেয়ে যান পিয়েরি এমরিক-আউবামেয়াং। ডান পায়ের শটে বল জালে জড়ান তিনি।