
স্পোর্টস ডেস্ক: পাকিস্তান নারী ক্রিকেট দলের ভারত সফর বাতিল হতে পারে। জম্মু-কাশ্মীর সমস্যার কারণে এ সফর বাতিল করা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে যাওয়া কথা ছিল পাকিস্তান নারী ক্রিকেট দলের। কিন্তু জম্মু-কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করায় এই মুহূর্তে ভারত সফরে নাও যেতে পারে পাকিস্তান নারী ক্রিকেট দল।
এ ব্যাপারে পিসিবি জানায়, বিসিসিআইয় এখনও আমাদের সঙ্গে এ নিয়ে কোনো যোগাযোগ করেনি। ভারত খেলতে না চাইলে এই সফর বাতিল হবে।
জানা যায়, পাকিস্তানের ভারত সফর দুই মাস পিছিয়ে যেতে পারে। নভেম্বরে হতে পারে এই সিরিজ। যদি সিরিজ বাতিল হয় তাহলে আইসিসির কাছে পুরো পয়েন্ট দাবি করতে পারে পাকিস্তান।
এর আগেও নিরাপত্তার অজুহাত দিয়ে পাকিস্তান সফরে ভারতীয় নারী ক্রিকেট দল পাঠায়নি বিসিসিআই। পিসিবি নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব দিলেও রাজি হয়নি ভারত। যে কারণে পুরো পয়েন্ট পাকিস্তানকে দিয়ে দেয় আইসিসি।