
ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, জেনারেশন নেক্সট ফ্যাশনস এবং এমজেএল বাংলাদেশ লিমিটেড।
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস
এই কোম্পানির এজিএম আগামীকাল সকাল সাড়ে ৯টায় ধানমন্ডির সিমান্ত স্কয়ারের ইম্মানোলি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
জেনারেশন নেক্সট ফ্যাশনস
এই কোম্পানির এজিএম আগামীকাল বেলা ১১টায় আশুলিয়ায় কোম্পানির কারখানা চত্ত্বরে অনুষ্ঠিত হবে।
৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই ছিল বোনাস লভ্যাংশ।
এমজেএল বাংলাদেশ
এই কোম্পানির এজিএম আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজধানীর কৃষিবীদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৪৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।