
ঢাকা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তাদের বিফ্রিংয়ে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মনোনয়নপত্র তৃণমূল এর মতামত নিয়ে করা হয় নাই।’
মাহবুব তালুকদার বলেন, ‘এবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানো যাবে না।’
রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যদি কেউ নির্বাচনকে ভন্ডুল করতে চাই তবে আইন এর মধ্যে থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেবার জন্য সহকারী রিটানিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সচিব, এখন আপনি সিদ্ধান্ত নেন কোন পথে হাঁটবেন।
এর আগে ডিসেম্বরের ২৩ তারিখ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে রাজনৈতিক দলগুলো নির্বাচনের তারিখ পেছানোর জন্য চিঠি দিলে আমলে নেয় নির্বাচন কমিশন। এর ফলশ্রুতিতে নতুন নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আর মনোনয়ন দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর নির্ধারণ করেছেন।