
জাহিন সিংহ, সাভার থেকে : সাভারের আশুলিয়ায় গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে শামিম (২২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ব্যাক্তি দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে আশুলিয়া মানুষকে হয়রানী করে আসছিল বলে দাবি পুলিশের।
রোববার দিবাগত রাত চারটার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার রাতে ভুয়া ডিবি শামিমকে ডাকাতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর তাকে নিয়ে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় অন্য ডাকাতদের ধরতে পুলিশ অভিযান শুরু করে।
এসময় শামিমের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি করলে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে শামিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
শামিককে দ্রুত উদ্ধার করে সাভার উপজেলা সরকারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এছাড়া অভিযানের সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দু’টি রামদা, কয়েকটি লোহার রড, একটি পিস্তল ও এক রাউন্ড গুলি।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক সাহা জানান, নিহত শামিম ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ধামরাই থানায় আটটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ভুয়া ডিবি পুলিশ সেজে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও হয়রানীর অভিযোগ রয়েছে বলে জানান ওসি।
নিহত শামিমের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানা এলাকায় বলে জানা গেছে।