
ঢাকা: রাজধানীর মিরপুরে-১০ গোলচত্বরের পাশে চন্দ্রবিন্দু নামে একটি কাপড়ের শোরুমে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
সোমবার (৫ নভেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা ডিভিশনের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছেছেন। সেখানে ৬টি ইউনিট কাজ করছে।