
ঢাকা : রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (৩ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
ডিএমপি’র গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তিনি জানান, অভিযানের সময় গ্রেফতারদের কাছ থেকে ১৭ হাজার ৭৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১৬ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন, তিন কেজি ২৩০ গ্রাম গাঁজা, এক বোতল দেশি মদ ও পাঁচটি নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির ২৮টি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।