
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে পরিবারের সাথে অভিমান করে এক নববধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনাটি বেলকুচি পৌরসভার ক্ষিদ্রমাটিয়া বানিয়া পাড়া গ্রামে ঘটে। জানা গেছে বুধবার রাতে বানিয়া পাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে শিল্পী খাতুন (২০) তার বাবার বাড়ীর শয়ন কক্ষে দরনার সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রায় দুই মাস পূর্বে শিল্পীর বিয়ে হয়েছিল উপজেলার রাজাপুর ইউনিয়নের চক মকিমপুর গ্রামের আব্দুল খালেক (৪০) সাথে। পরিবারের সদস্যরা বয়স্ক লোকের সাথে বিয়ে দেওয়ার কারণে সে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) রেজা সারোয়ার জানান, আত্মহত্যার ঘটনাটি সকালে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করি। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানতে পারবো এটা হত্যা নাকি আত্মহত্যা। এ ব্যাপারে বেলকুচি থানায় ইউডি মামলা হয়েছে।