
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার ৫ আসামিসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার রামজীবন ইউনিয়নের পূর্ব রামজীবন গ্রামের ওছিম উদ্দিনের ছেলে নাশকতা মামলার আসামি আশেক আলী, বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামের গোলাপ উদ্দিনের ছেলে ফয়জার রহমান, সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানা বাড়ি গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান, ফিরোজ মিয়া ও ওই গ্রামের ফইম উদ্দিনের ছেলে আব্দুল কাদের মিয়া ও চন্ডিপুর ইউনিয়নের মধ্য চন্ডিপুর গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে ইয়াবা কারবারি শরিফুর ইসলাম। থানার ওসি এসএম আব্দুস সোবহান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সকলকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।