
বিনোদন ডেস্ক : সম্প্রতি ভারতে সব চেয়ে আলোচিত বিষয়ের নাম #মিটু। বলিউডে সহকর্মীদের হাতে যৌন হেনস্থার হয়েছেন অনেকেই এমন অভিযোগে অভিযুক্ত। বলিউডে #মিটু আন্দোলনের অন্যতম মুখ তনুশ্রী দত্ত। তিনি বর্ষীয়াণ অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে আঙুল তোলার পরই থেকে একে একে ঝড় বইয়ে দিয়েছেন অনেকেই।
আর প্রতিদিনই কেউ পক্ষে, কেউ বা বিপক্ষে মুখ খুলেছেন #মিটু নিয়ে। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন, বলিউডের মিষ্টি নায়িকা জুহি চাওলাও। বলিউডে প্রায় তিন দশক ধরে কাঁপিয়েছেন জুহি।
যৌন হেনস্থার দায়ে অভিযোগযুক্ত হয়েছেন বিখ্যাত প্রযোজক ও পরিচালক সুভাষ ঘাই, কিংবদন্তি সাংবাদিক এম জে আকবর, সুরকার অনু মালিক, অভিনেতা রজত কাপুর, তথাকথিত বেস্ট সেলার সাহিত্যিক চেতন ভগত-সহ আরও অনেকের।
এছাড়া, সাজিদ কাপুর, কৈলাশ খের, ‘সংস্কারি অভিনেতা’ অলোক নাথ পর্যন্ত #মিটু কাঁটায় বিদ্ধ হয়েছেন।
জুহি অনেকটা অবাক হয়ে বলেন, ‘যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এই তারকাদের বিরুদ্ধেও, আমি স্তম্ভিত। এদের অনেকের সঙ্গেই আমি কাজ করেছি এবং ব্যক্তিগতভাবে চিনিও।’
বর্তমানে শেলি চোপড়া ধরের ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত জুহি। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। এ ছবিতে তার সঙ্গে রয়েছে অনিল কাপুর, রাজকুমার রাও এবং সোনম কাপুর।
সবাইকে সতর্ক থাকার কথা জানিয়ে বলেন, ‘চারদিকে প্রলোভনের জাল বিছানো। অতএব সতর্ক থাকতে হবে সবাইকেই।’
জুহি বলেন, ‘শুধু উঠতি তারকা নয়, সতর্ক থাকতে হবে ফিল্ম দুনিয়ায় কাজ করতে আসা যে কোনও মেয়েকেই। গ্ল্যামার মানেই চারদিকে প্রলোভনের হাতছানি। পেশার কারণেই সামনে আসবে এমন নানা বাধা। সেটাকে বুদ্ধি করে কাটিয়ে যাওয়াই একমাত্র পথ।’
শুধু কাজের মাধ্যমেই নিজের পরিচিতি তৈরি করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি তোমার কাজই তোমার পরিচয়। কাজের মাধ্যমেই সাফল্য আসবে। সৃষ্টিকর্তা তোমার সঙ্গে আছেন, তিনিই সবসময় রক্ষা করবেন। বাঁকা পথে কখনও সাফল্য আসে না।’