
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনার হাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি দোকান ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। গত রোববার দিবাগত রাতে অগ্নিকান্ডের ঘটনায় আব্দুর রফিকের মুদি দোকান ও পাশ্ববর্তী আনারুল ইসলামের হার্ডওয়্যারের দোকান পুড়ে ভষ্মিভূত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকান্ডটি সংঘটিত হয়েছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে।