
ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক প্রধান উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস বলেছেন, ‘বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ,
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হতে হবে।’ শুধু নির্বাচনই নয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশের শক্তিশালী অংশগ্রহণ চায় বলেও জানান তিনি।
আজ রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব মো. শহীদুল হকের সঙ্গে এক বৈঠকে এসব বিষয়য়ে আলোচনা করেন ওয়েলস।
ওয়েলস বলেন, ‘আসন্ন নির্বাচন শুধু অবাধ হলেই হবে না, যুক্তরাষ্ট্র চায়, এই নির্বাচনে বাংলাদেশের জনগণ যেন তাদের সত্যিকার মতামতের প্রতিফলন ঘটাতে পারে।’
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা করেন এলিস ওয়েলস।
বৈঠকের পর কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক প্রধান উপসহকারী।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিবের মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, ওয়েলসের সঙ্গে বিভিন্ন গুরুতদ্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হয়েছে। সেখানে
নির্বাচন ও বর্তমান রাজনীতি পরিস্থিতি নিয়েও অলোচনা হয়েছে। আমরা আমাদের অবস্থান তার কাছে তুলে ধরেছি।