
চাঁদের সাম্পান
জাহাঙ্গীর ফিরোজ
দুলছিল নাও ফুঁসছিল জল ঢেউয়ের উপত্যকা
ভয়ের দুইটি ডানার মাঝে চাঁদ উঠেছে একা।
হাওয়ার গানে জলের টানে যাচ্ছি ভেসে কই
একটি বড় ঢেউয়ের দোলায় জড়িয়ে ধরলে সই।
এমনতর চাঁদের অালো মাতাল করা জলে
মরণ ভয়ের দুয়ার ভুলে প্রেমের নৌকা চলে।
যাত্রীরা কেউ বদর বদর– দোয়া ইউনুস পড়ে
প্রেম কেন যে এলিয়ে পড়ে বুকের ছোট্ট ঘরে!
জীবন এবং মরণ সবই ঝড়ের রাতে তুচ্ছ
জলের ময়ূর তৃষ্ণা কাতর নাচাচ্ছে তার পুচ্ছ।
দুলছিল জল ফুলছিল জল ঢেউয়ের উপত্যকা
প্রেমের ভুরুর মধ্যাকাশে চাঁদ দিল অাজ দেখা।